অসমে সিএএ CAA ২০১৯ সালের ১১ ডিসেম্বর, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, মোদী সরকার কেন্দ্রে সিএএ (C.A.A) বিল পাশ করেছিল। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেই বিলে সই করেছিলেন। যদিও এই আইন কার্যকর হতে বেশ কিছুটা সময় লেগে যায় এবং শেষ পর্যন্ত তা কার্যকর হয় ২০২৩ সালের মার্চ মাসে
Is CAA applicable in Assam?
অসমে সিএএ (CAA)
অসমে সিএএ CAA সম্পর্কে কি তথ্য জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত (Himanta Biswa Sarma)?
অসমে সিএএ CAA গত মার্চ মাসে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সারা দেশে কার্যকর হয়। এই আইন নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তেজনা বেড়ে যায়। সিএএ বিরোধী আন্দোলন তীব্রতর হয়, বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। অসমে আন্দোলনের প্রভাব ছিল উল্লেখযোগ্য। বিরোধীদের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই আইন কার্যকর করে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও, অসমে নাগরিকত্বের জন্য মাত্র আটজন আবেদন করেছেন। তাঁদের মধ্যে মাত্র দু’জন ইন্টারভিউ দিতে এসেছিলেন। এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
অসমে সিএএ CAA
অসমে সিএএ CAAসম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কবে কথা মুখ্যমন্ত্রী হিমন্ত Himanta Biswa Sarma ?
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় হিমন্ত বলেন, ‘‘আমি অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। তাঁরা আমাকে বলেছেন যে, তাঁরা তাঁদের নাগরিকত্ব নিয়ে নিশ্চিত। তবে প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। এটা অসমের মানুষের মধ্যে সাধারণ অনুভূতি।
CAA কি আসামে প্রযোজ্য
.অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যাঁরা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন, তাঁরা নাগরিকত্বের জন্য আবেদনে অগ্রাধিকার পাবেন। তাঁরা যদি আবেদন না করেন, আমরা তাঁদের বিরুদ্ধে মামলা করব। আর যাঁরা ২০১৫ সালের পরে এসেছেন, তাঁদের আমরা নির্বাসিত করব।’’ তিনি বিশ্বাস করেন, ‘‘৫০ লক্ষ মানুষ এই আইনের অধীনে নাগরিকত্ব পাবেন।’’ সেখানে আইন কার্যকরের চার মাস পর মাত্র আটজনের আবেদন করা রাজনৈতিক মহলের কাছে খুবই অসন্তোষজনক বলে মনে করা হচ্ছে।
অসমে সিএএ CAA বিল কবে পাস্ করে মোদী সরকার Modi ?
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রের মোদী সরকার সিএএ বিল পাশ করিয়েছিল। সেই বিলে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করেছিলেন। আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশ থেকে ধর্মীয় সংখ্যালঘুরা যদি ধর্মীয় নির্যাতনের কারণে এ দেশে আশ্রয় চান, ভারত তা দেবে। তবে সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও মুসলিম সম্প্রদায়ের উল্লেখ নেই।
অসমে সিএএ CAA বিরোধী আন্দোলনের সময় কত জনের মৃত্যু হয়েছিল?
সিএএ বিল আইনে পরিণত হওয়ার পরেও মোদী সরকার তা কার্যকর করতে পারেনি। বিরোধীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, দাবি করেছেন সিএএ ‘অসাংবিধানিক’ এবং ‘বৈষম্যমূলক’। তাঁদের প্রশ্ন, কেন এই আইনে কেবলমাত্র ছয়টি সম্প্রদায়ের উল্লেখ করা হয়েছে? কেন মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে এই আইন তৈরি করেছে কেন্দ্র সরকার? এই আন্দোলনের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল অসমে। সিএএ বিরোধী আন্দোলনের সময় ২০১৯ সালে পাঁচ জনের মৃত্যু হয়েছিল। সোমবার সেই ঘটনা স্মরণ করিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।
Table of Contents
Weather update: সাগরে নতুন ঘূর্ণাবর্ত… সম্পূর্ণ বদলে যাবে বঙ্গের আবহাওয়া? নতুন সপ্তাহে কী পরিস্থিতি হতে পারে ? আপডেট দেখুন
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য দারুণ সু খবর! লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন সুযোগ আবেদন করুন
👉উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
👉আবার কয়েক বছর পর অবশেষে WBPSC-র মাধ্যমে অনেক নিয়োগ, আবেদন করলেই চাকরি | WB Govt Job Recruitment
👉এবার স্নাতক হলেই চাকরি মিলছে মেট্রোয়! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ এখনি আবেদন করুন
👉নতুন বছরে রাজ্যে BDO অফিসে সরকারি কাজে কর্মী নিয়োগ হচ্ছে, এখনই ঘরে বসে আবেদন করুন -WB Govt Job Recruitment
👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে দেবে? না পরীক্ষা বাতিল হবে?
👉 রাজ্য জুড়ে 26 হাজার শূন্যপদে কর্মী নিয়োগের আবেদন শুরু, 23 জেলা থেকে চাকরি -WB Govt Job Recruitment
- Mamata Banerjee On Tab Scam:এবার ট্যাবের টাকা যারা পাননি, ভবিষ্যতে তারা টাকা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
- Tab Scam in Bengal: এবার রাজ্যে পড়ুয়াদের ট্যাবের টাকা কীভাবে অন্য অ্যাকাউন্টে? ঠিক কী ঘটছে student দেড় সাথে ?
- West Bengal Weather: এবার শুক্রবার থেকেই শীতের আভাস মিলতে পারে রাজ্যে, জেনে নিন আবহাওয়ার আপডেট
- WB IMD Winter Weather: আবার বৃষ্টির পূর্বাভাস! এবার ভাসবে একাধিক জেলা! কী হবে কলকাতায়? জানুন
- ডিসেম্বর থেকে ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, এবার এই সমস্ত লোকেদের জন্য খুব খারাপ খবর