ঈদে মেহেদির নকশা কেমন হবে, কেমন করে তুলবেন সেই নকশার ছবি

উৎসবে বাঙালি কন্যার হাত মেহেদিতে রাঙবে না, তা কি হয়! বিশেষ করে বিয়ে আর ঈদে বাংলাদেশের মেয়েদের হাতে মেহেদি পরাটা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। শিশুরাও বাদ যায় না। আবার অনেক পুরুষেরাও ঘরের নারীদের সঙ্গে যোগ দেন মেহেদি উৎসবে। ঈদুল ফিতরকে সামনে রেখে দেখে নেওয়া যাক হাতে মেহেদির নকশার চলতি ধারা। এখান থেকে কোনো নকশা পছন্দ হলে আপনার হেনা আর্টিস্টকে দেখিয়ে সেভাবেই রাঙাতে পারেন আপনার হাত। আর পা–ই বা বাদ থাকবে কেন! আবার চাঁদরাতে দল বেঁধে মেহেদি দেওয়ার পর কীভাবে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করবেন, সেই আইডিয়াও পেতে পারেন নিচের ছবিগুলো থেকে।

মেহেদির টুকটুকে লালচে কমলা বা মরচে রঙের সৌন্দর্য এর নকশার ওপরই নির্ভর করে।হাত ভরে নকশা আঁকলে নকশাটার সৌন্দর্য ফুটিয়ে তোলা মুশকিল। ফাঁকা জায়গা থাকলে তখনই নকশাটা স্পষ্ট হয়

পুরো হাতে জমকালো নকশার আবেদন সব সময়েই থাকবে। বিশেষ করে ঈদের সময়ে যাঁরা বিয়ে করছেন বা পরিবারে বিয়ের অনুষ্ঠান হবে, তাঁদের জন্য এমন নকশা এক ঢিলে দুই পাখি

ফ্লোরাল স্টাইলের নকশা কয়েক বছর থেকেই রয়েছে মেহেদিপ্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। তবে এবার এই ফুলেল নকশায় এসেছে কিছুটা পরিবর্তন। ফুলেল কাজে নেগেটিভ স্পেস বা ভরাট ফ্লোরাল নকশা এবার বেশ চলবেছবি: ইনস্টাগ্রাম থেকে

https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2024-04%2F0d254bb8-2639-4bf3-8ea3-ac6cadcdffea%2Fmehendi_tats_1711870179_3335731294866574026_51006942732.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=720

Leave a Comment

close
Thanks !

Thanks for sharing this, you are awesome !