October 24, 2024 by Saharuk khan
Israel Iran Conflict‘ এবার দুনিয়া আমাদের শক্তি দেখবে…’! ইরান এবার ধ্বংসের নীল নকশা করে ফেলেছে ইহুদি রাষ্ট্র?ইজ়রায়েল যে কোনও মুহূর্তে ইরানের উপর হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তার মতে, এই আক্রমণের মাধ্যমে ইজ়রায়েল সারা বিশ্বকে তাদের শক্তির পরিচয় দিতে চায়। পশ্চিম এশিয়ার রাজনীতিতে এই পদক্ষেপ এক নতুন মোড় আনতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
ইরানকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এবং নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে ইজ়রায়েল এই আক্রমণের পথে হাঁটতে চাইছে। একদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী শিয়া দেশ ইরানকে চাপে রাখতে চাইছে তারা, অন্যদিকে তাদের সামরিক ক্ষমতার প্রদর্শন ঘটাতে চাইছে। এই পরিকল্পিত আক্রমণ যদি বাস্তবায়িত হয়, তাহলে তা পশ্চিম এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
গত ১ অক্টোবর তেহরান তেল আভিভকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত–
গত ১ অক্টোবর তেহরান তেল আভিভকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানায়, যার পর থেকেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণের ইঙ্গিত দিয়ে আসছেন। এই আক্রমণ কবে এবং কোথায় হবে তা নিয়ে জল্পনা বাড়ছে। বিশেষ করে ইরানের পরমাণু কেন্দ্র অথবা সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Israel Iran Conflict‘ এবার দুনিয়া আমাদের শক্তি দেখবে–
Israel Iran Conflict‘ এবার দুনিয়া আমাদের শক্তি দেখবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যায়, তিনি ইজ়রায়েলি যুদ্ধবিমানের পাইলটদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ইজ়রায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) বায়ুযোদ্ধাদের উদ্দেশ্যে সরকারের কৌশল এবং অবস্থান স্পষ্ট করছেন। গ্যালান্টের বক্তব্য থেকে স্পষ্ট, ইজ়রায়েল যে কোনও মুহূর্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত এবং তারা ইরানের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা বার্তা পাঠাতে চাইছে। পশ্চিম এশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই পদক্ষেপের মাধ্যমে আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ২৩ অক্টোবর ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফের ‘হাতজেরিম’ বায়ুসেনা ঘাঁটিতে যান। সেখানে উপস্থিত পাইলট ও বায়ুযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি জানান, ‘‘ইরানের উপর আক্রমণ হলে তারা বুঝতে পারবে ইজ়রায়েল কীভাবে তাদের মোকাবিলা করতে সক্ষম। সেই চিন্তা মাথায় রেখেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন।’’
পরবর্তী সময়ে গ্যালান্ট এই বায়ুসেনা ছাউনি পরিদর্শনের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিয়োতে তিনি বলেন, ‘‘বায়ুযোদ্ধাদের সঙ্গে কথোপকথনের সময় আমি স্পষ্ট করেছি, ইরানে হামলার পর বিশ্ব আমাদের সামরিক শক্তির বাস্তবতা উপলব্ধি করবে। ইজ়রায়েলের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করলে তার চরম মূল্য দিতে হবে, এই বার্তা আমাদের শত্রুদের আমরা দিতে প্রস্তুত।’’ গ্যালান্ট এই মন্তব্যটি ‘এক্স’ (সাবেক টুইটার)-এ পোস্ট করে ইরানের প্রতি কড়া বার্তা দিয়েছেন।
এই মন্তব্যের মাধ্যমে বোঝা যায়, ইজ়রায়েল যে কোনও ধরনের হুমকির মোকাবিলায় নিজেদের শক্তি প্রদর্শনে প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন, যেখানে তিনি হিব্রু ভাষায় আইডিএফের বায়ুযোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেন। গ্যালান্ট লেখেন, ‘‘আপনাদের প্রতিটি স্কোয়াড্রন ও ফৌজি দলের ক্ষমতার উপর আমাদের অগাধ আস্থা রয়েছে।’’
এরপর তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘এক বছর আগে গাজ়ার একজন আমাদের পরাজিত করার স্বপ্ন দেখেছিলেন। আজ সেই স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেছে। তিনি আর বেঁচে নেই, আর নেই কোনও সিনওয়ার। এই সাফল্য সম্ভব হয়েছে আইডিএফের জন্যই।’’ গ্যালান্টের এই মন্তব্য ইজ়রায়েলের সামরিক শক্তি ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হিসেবে উঠে এসেছে।
গত ছ’মাসে ইরান দু’বার ইজ়রায়েলের উপর বড়সড় হামলা চালিয়েছে, যার মধ্যে ১ অক্টোবরের আক্রমণ ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ওই দিন ইরান ইজ়রায়েলের দিকে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে আইডিএফ অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়, ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তেহরানের এই আক্রমণের জবাবে ইজ়রায়েল –
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, তেহরানের এই আক্রমণের জবাবে ইজ়রায়েল ‘হাওয়াই হামলা’র মাধ্যমে পাল্টা আঘাত হানতে পারে। কারণ, ইরানের শিয়া ফৌজের হাতে শক্তিশালী বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে আইডিএফ তাদের অত্যাধুনিক এফ-১৬ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যা আকাশপথে ইজ়রায়েলের আক্রমণ ক্ষমতা বাড়াবে।
সূত্রের খবর, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। ওয়াশিংটন চায় না যে তেল আভিভ ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাক, ফলে ইজ়রায়েলের সম্ভাব্য আক্রমণের লক্ষ্য হতে পারে শিয়া ফৌজের বড় বড় সামরিক ঘাঁটিগুলো।
এদিকে, সেই আক্রমণের প্রস্তুতি সংক্রান্ত কিছু গোপন নথি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ফাঁস হয়েছে। জানা গেছে, আমেরিকার ন্যাশনাল জিয়োস্প্যাকিয়াল-ইনটেলিজেন্স এজেন্সি (এনজিএ) এই নথি তৈরি করেছিল। ওয়াশিংটনের গুপ্তচর উপগ্রহের পাঠানো ছবি বিশ্লেষণ করেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ন্যাশনাল জিয়োস্প্যাকিয়াল-ইনটেলিজেন্স এজেন্সি (এনজিএ) থেকে দু’টি গোপন নথি ফাঁস হয়েছে, যা ১৫ ও ১৬ অক্টোবরের। একটি নথির শিরোনাম ছিল, ‘ইজ়রায়েল: ইরানে প্রত্যাঘাতের জন্য বিমান বাহিনীর নিরন্তর অনুশীলন।’ এতে আইডিএফের বিমানবাহিনীর বিভিন্ন মহড়ার ছবি রয়েছে, যেখানে যুদ্ধবিমানে মাঝ আকাশে জ্বালানি ভরানোর অনুশীলনও দেখা গেছে। মহড়ায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করেছে ইজ়রায়েলি বাহিনী।
দ্বিতীয় নথিতে কৌশলগত এলাকায় আইডিএফ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে নেওয়ার উল্লেখ রয়েছে। যদিও কোনও উপগ্রহচিত্র প্রকাশিত হয়নি, আমেরিকার গোয়েন্দারা সেগুলো পর্যালোচনা করেছেন বলে জানা গেছে। তবে ইজ়রায়েল ইরানের উপর কতটা বড় আকারের আক্রমণ চালাতে পারে, তা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
২২ ও ২৩ অক্টোবর রাশিয়ার কাজ়ান শহরে অনুষ্ঠিত হয় ‘ব্রিকস’ সম্মেলন, যেখানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকস্তিয়ান। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। সূত্রের খবর, ইরানি প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য নয়াদিল্লির হস্তক্ষেপ কামনা করেছেন।
Israel Iran Conflict‘ এবার দুনিয়া আমাদের শক্তি দেখবে…’! ইরান এবার ধ্বংসের নীল নকশা করে ফেলেছে ইহুদি রাষ্ট্র?
এর কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইরানের সমর্থনে হামাস, হিজ়বুল্লা ও হুথি সংগঠনের লাগাতার আক্রমণে ইজ়রায়েল রক্তাক্ত হচ্ছে। ফোনালাপে মোদী স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।
Table of Contents
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉West Bengal weather : কোথাও ৪০ কিমিতে ঝড়, কোথাও ১২০ কিমি- আজ থেকে বাংলার কোন জেলায় কত বেগে তাণ্ডব?
👉Air India flight বোমার হুমকির কারণে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দিল্লির দিকে মোড় নেয়