August 7, 2024 by Saharuk khan
Britain’s on Sheikh Hasina বাংলাদেশ থেকে প্রথমে ভারতে আসা হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন যে তাঁকে কিছু দিন সময় দেওয়া হয়েছে।
Britain’s on Sheikh Hasina কে ব্রিটেন আশ্রয় দেবে কি-
Britain’s on Sheikh Hasina কে ব্রিটেন আশ্রয় দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রের দাবি, হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন, তবে এখনও সেখান থেকে সবুজ সঙ্কেত পাননি। আপাতত তিনি ভারতে অবস্থান করছেন। এনডিটিভি জানিয়েছে, হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে।
Britain’s on Sheikh Hasina কী পদ্ধতিতে আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা? ভারতীয় সংবাদ মাধ্যম কে জানাল ব্রিটেনের মন্ত্রী
সম্প্রতি ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় এসেছে এবং কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, ব্রিটেন হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে। তবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিয়ম অনুযায়ী, যেকোনও ব্যক্তি সাধারণত নিকটতম নিরাপদ দেশে আশ্রয় চান। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক বলেন, “কঠিন সময়ে ব্যক্তিবিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের, যা আমাদের গর্বের বিষয়। কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই। যাঁদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন, তাঁরা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তাঁর নিরাপত্তা পাওয়ার দ্রুততম উপায়।”
Britain’s Sheikh Hasina কে মন্ত্রকের বক্তব্য-
UK ব্রিটেনের মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে গিয়ে সরাসরি আশ্রয় চাইতে পারবেন না। তাঁকে আগে থেকেই আশ্রয়দানকারী দেশের সরকারের কাছে আবেদন করতে হবে। হাসিনা সেই আবেদন করার সুযোগ পাননি বলে এখনও পর্যন্ত তাঁর কাছে আশ্রয়ের সবুজ সংকেত আসেনি।
Sheikh Hasina পরবর্তী পরিকল্পনা কী হবে-
UK on Sheikh Hasina বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত ভারত তাঁকে আশ্রয় দিয়েছে। ধাতস্থ হতে কিছু দিন তাঁকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনার পরবর্তী পরিকল্পনা কী হবে, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার দেশ ছাড়েন শেখ হাসিনা। তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন বোন শেখ রেহানাও। তাঁদের বিমান নেমেছিল গাজ়িয়াবাদের হিন্দন এয়ারবেসে। সূত্রের খবর, সেখানেই রাত কাটিয়েছেন হাসিনা। তারপর গিয়েছেন দিল্লিতে। শেখ রেহানার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে, এবং তাঁর কন্যা ব্রিটেনের সংসদের সদস্য। তাই রেহানার পক্ষে ব্রিটেনে পৌঁছনো অসুবিধাজনক নয়। তবে হাসিনার কাছে এখনও সবুজ সংকেত আসেনি। কয়েকটি অসমর্থিত সূত্র দাবি করছে, রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন এবং হাসিনা দিল্লিতে থাকতে পারেন।
Sheikh Hasina নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি ব্রিটেন-
Britain’s Sheikh Hasina কে আশ্রয় দেওয়া হবে কি না, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি ব্রিটেন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে স্টার্মার সরকার। একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে, তারা গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’ চায়। তারা এ-ও চায় যে, ওই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে, স্বাধীন ভাবে। যদিও দীর্ঘ ওই বিবৃতিতে হাসিনার নাম একবারও উল্লেখ করেনি ব্রিটেন।
Britain’s on Sheikh Hasina কী পদ্ধতিতে আশ্রয় পেতে পারেন শেখ হাসিনা? ভারতীয় সংবাদ মাধ্যম কি জানাল ব্রিটেনের মন্ত্রী
Table of Contents
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉 WB Health Job Recruitment স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি সহ 31 ধরনের পদে চাকরির বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সুযোগ
👉West Bengal Weather Update আজকের আবহাওয়া : নিম্নচাপ সরলেও স্বস্তি নেই, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
👉West Bengal New Job Kolkata High Court ২৯১টি শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন
👉West Bengal august month all job recrements: আগস্ট মাসে যেসব চাকরির আবেদন চলছে, দেখে নিন একনজরে
👉 Kolkata Weather Update : শনিবার বেলা বাড়লে বৃষ্টির প্রভাব কমলেও, আকাশের মুখ ভারই থাকবে। তবে আজও ভারী বৃষ্টিই হবে ।
👉 Kerala current news কেরলের নদী থেকে মিলছে একের পর এক দেহাংশ, ‘আর কেউ ধ্বংসস্তূপে জীবিত নেই’, বলে দিলেন বিজয়ন