July 19, 2024 by Saharuk khan
West Bengal RVNL Job Recruitment 2024 – পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুবর্ণ সুযোগ। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এর পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা খুব সহজে এখানে ইমেইলের মাধ্যমে আবেদন জানাতে পারবে। তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।
West Bengal রেলের অধীনস্থ সংস্থায় নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, RVNL Job Recruitment 2024
RVNL Job Recruitment 2024
West Bengal রেলের অধীনস্থ সংস্থায় নতুন কর্মী নিয়োগ রেল বিকাশ নিগম লিমিটেড দপ্তরে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। বয়সীমা কি রয়েছে। বেতন পরিকাঠামো কি কি হতে পারে । আবেদন কি ভাবে করতে হবে নিয়োগ প্রক্রিয়া সহ সকল বিস্তারিত খবর নিম্নে আলোচনা করা হলো।
West Bengal RVNL Job Recruitment 2024পদের নাম :
রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) ২০২৪ সালের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। Addl. General Manager, Joint General Manager (Civil) পদের জন্য আবেদন শুরু হয়েছে। নিচে আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবং বেতন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
West Bengal RVNL Job Recruitment 2024পদের বয়স সীমা কত :
আবেদনকারী সকল চাকরিপ্রার্থীদের বয়স ১৫ জুলাই ২৪ তারিখ অনুযায়ী ১৮ থেকে সর্বোচ্চ ৫৬ বছরের মধ্যে থাকতে হবে তাহলে এখানে আবেদনযোগ্য।
West Bengal RVNL Job Recruitment 2024পদেরবেতন সীমা :
আবেদন করার পরে যে চাকরিপ্রার্থী চাকরি পাবে তাদের মাসিক বেতন ৯০,০০০/- হাজার টাকা থেকে ২ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন শুরুতে দেওয়া হবে। এছাড়াও সুবর্ণ সুযোগ রয়েছে এই চাকরিতে বিভিন্ন ক্ষেত্রে।
West Bengal RVNL Job Recruitment 2024পদেরশিক্ষাগত যোগ্যতা :
সকল চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এখানে বিভিন্ন পদে বিভিন্ন রকম যোগ্যতা ভাগ করে দিয়েছে বিজ্ঞপ্তিতে। যোগ্যতা বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য অফিশিয়াল নোটিশটি একবার ফলো করুন।
West Bengal RVNL Job Recruitment 2024 পদের আবেদন পদ্ধতি :
চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে শুধুমাত্র অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে। আবেদন পত্রটি সঠিকভাবেই ফিলাপ করার পর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস একসঙ্গে করে নির্দিষ্ট সময়ের আগে ইমেল এর মাধ্যমে পিডিএফ ফাইল করে পাঠিয়ে দিলে আবেদন সম্পূর্ণ হয়ে যাবে ।
West Bengal RVNL Job Recruitment 2024 পদের নিয়োগ প্রক্রিয়া :
নিয়োগ প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা: প্রথম ধাপে লিখিত পরীক্ষা হতে পারে।
- ইন্টারভিউ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে।
- ডকুমেন্ট ভেরিফিকেশন: ইন্টারভিউ-র পর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
- ফাইনাল সিলেকশন: সব ধাপ উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Table of Contents
West Bengal RVNL Job Recruitment 2024 পদের আবেদনের শেষ তারিখ :
আগামী ৯ই আগস্ট ২০২৪ তারিখ থেকে চাকরি প্রার্থীরা আবেদন ইমেইলের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে বুঝে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তথ্য গুলো দেখে আবেদন করবেন।RVNL নিয়োগ প্রক্রিয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। সুতরাং, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত রাখুন।
West Bengal রেলের অধীনস্থ সংস্থায় নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে, RVNL Job Recruitment 2024
Notification | Download |
নতুন চাকরি খবর | Click Here |
🔥 এগুলিও পড়ুন 👇👇
👉West Bengal Police Admit Card 2024, WBP Constable Exam Date And Notice..
👉Punjab Police SI Recruitment 2024, [400+ Post] Check Eligibility, Selection Process, Apply Online
👉WB Gram Panchayat Apply: পঞ্চায়েত দপ্তরে 6,552 টি শূন্যপদে,আবেদন করুন কি ভাবে আবেদন করবেন জানুন ?